শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহিন উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, টং দোকান, ফুড কোর্টসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার/নিয়ন্ত্রণ আইনের অনুবৃত্তিক্রমে ২০১৫ সালের প্রণীত বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। নোটিশে আরো উল্লেখ করা হয়, একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বদ্যিালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাক্তি, দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহিন উদ্দিন বলেন, সরকারি বিধিতে অফিস সময়ে ধূমপান করা যাবে না বলা আছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn