বিশ্বম্ভরপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত জলাশয়ের বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণের আওতায় ছনুয়া বনুয়া প্রকাশিত খরচার হাওরে পোনামাছ অবমুক্তকরণ উদ্ধোধন করা হয়েছে। সোমবার (২৯ মে) পোনা মাছ অবমুক্ত করণে প্রধান অতিথি ছিলেন মৎস্য বিভাগের ঊর্ধ্বতন মনিটরিং অফিসার তাজুল ইসলাম সেরিনিয়াবাত। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পোনা  মাছ অবমুক্তরণ উদ্বোধনীতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকসেদুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, জাপা ও আ’লীগ নেতা হিফজুর রহমান, মো. সামছুর আলম, মো. রুকন মিয়া, মো. রাজু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, চলতি অর্থবছরে সাম্প্রতি উপজেলা হাওর জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণে সরকারিভাবে ৫ লক্ষ টাকা বরাদ্দ ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। এ টেন্ডার মোতাবেক আজ ১ম দফায় পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn