নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার পরিষদের সামনে হাওর বিলাস ও  সলুকাবাদ ইউনিয়নের চেংবিলে পর্যটন কেন্দ্র হিসেবে পাহাড় বিলাসের ভিত্তি প্রস্থর ও ফিতা কেটে  উদ্বোধন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদের সামনে হাওর বিলাস এর উদ্বোধন করেন তিনি। পরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে গিয়ে পাহাড় বিলাসের উদ্বোধন করেন হুইপ মিসবাহ এমপি।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, হাওরের জেলা সুনামগঞ্জ। ঐ জেলার অপূরুপ সুন্দর্যে সবাই মুগ্ধ। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে বিশ্বম্ভরপুর উপজেলা দিয়ে তাহিরপুর উপজেলায় অবিস্থত টাংগুয়ার হাওরে যান, যাদুকাটা নদী যান, নীলাদ্রিতে গিয়ে হাওরের উপরে বসে হাওরের সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু কেউ বিশ্বম্ভরপুর উপজেলায় থামেন না। সেই জন্য আজকে আমরা পাহাড় বিলাসের উদ্বোধন করলাম। তিনি আরো বলেন, আমি উদ্বোধনের আগে দেখেছি অনেক পর্যটক এখানে এসে এখানের সৌন্দর্য্য উপভোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল করে সকলের নজর করেছে, তাই আমরা যদি ঐ পর্যটন স্থানকে ঠিকমতো পর্যবেক্ষণ করে সকলের কাছে তুলে ধরতে পারি তাহলে ঐ এলাকার মানুষের ভাগ্য বদল হয়ে  যাবে। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.সাদি উর রহিম জাহিদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাস্টার, সহ সাধারণ সম্পাদক হাবিলদার মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল কাদির, সহ সাংগঠনিক সম্পাদক ইমদুর রহমান, দ.বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা সাইফুল মিয়া,কালী কুমার, নুরুল ইসলাম, যুবলীগ নেতা সুহেল আহমদ, আনোয়ার হোসেন খোকন, তানভীর, জাপা নেতা স্বপন পাল, বুলবুল মিয়া, এরশাদ আহমেদ, আব্দুর রহমান তপন, লিটন, শফিক, হোসাইন, আমির হোসেন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn