বিয়ের দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক শিক্ষার্থী। ওই ছাত্রলীগ নেতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওনকে অব্যাহতি দিয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলা ছাত্রলীগ। অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চক হরিদাসপুর এলাকার তোজাম্মেলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার রাত ১০টার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জানা গেছে, শাওনের বাড়িতে পার্শ্ববর্তী ইউনিয়নের এক কলেজ শিক্ষার্থী গত ৩ দিন থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অনশনরত ওই শিক্ষার্থী শাওনের প্রেমিকা ছিলেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এরপর অনশনের বিষয়টি জানতে পারে উপজেলা ছাত্রলীগ।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তাকে অব্যাহতি দেয়া হয়। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, একটি মেয়ে শাওনের বাড়িতে ৩ দিন ধরে অনশন করছেন। এরপর থেকেই তিনি (শাওন) পলাতক। পরে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবগত করা হলে তাদের নির্দেশে শাওনকে অব্যাহতি দেয়া হয়েছে। পরে আমি জানতে পারি গত সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাটের রানীগঞ্জে ওই মেয়েকে তিনি বিয়ে করেছেন। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, একটি মেয়ে শাওনের বাড়িতে অনশন করছেন বলে আমরা জানতে পারি। ব্যক্তি স্বার্থে ছাত্রলীগ যেহেতু কাজ করে না, তাই কারও ব্যক্তিগত অপরাধ ছাত্রলীগ কাঁধে নেবে না। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশ এবং উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে অব্যাহতি দিয়েছি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn