বার্তাডেক্সঃব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের একটি বাসা থেকে শিরিনা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে শহরের পশ্চিম মেড্ডা বড়বাড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিরিনা বেগম ওই এলাকার সবুজ আলীর স্ত্রী। ভাড়াটিয়া আমিন একই এলাকার বাসিন্দা। নিহতের ছেলে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের নিজের বসবাস করা বাড়ি ছাড়াও পাশে আরও একটি বাড়ি আছে। ওই বাড়িতে তিনটি ঘরে আলাদা ভাড়াটিয়া থাকেন। শনিবার বেলা ১১টার দিকে মা বাসা থেকে বের হয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়িভাড়া তুলতে যান। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজে তাকে পাচ্ছিলাম না। বিকালে ভাড়াটিয়া আমিন মিয়ার ঘরে খুঁজে খাটের নিচে অচেতন অবস্থায় মাকে পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ ঘটনার পরপর ভাড়াটিয়া আমিনকে এলাকাবাসী আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। এলাকাবাসীর পিটুনিতে আহত আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শিরিনার গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn