যুক্তরাষ্ট্রের ১২ শহরের অভিবাসী বহিষ্কারে বিশেষ পরিকল্পনা অবৈধ অভিবাসীদের তাড়ানোর কাজে গতি বাড়াতে দেশজুড়ে থাকা বিচারপতিদের একত্রিত করে ১২ শহরে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিভিন্ন অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দায়িত্ব তাদেরকে সাময়িকভাবে দেয়া হবে। প্রশাসনিক দুই কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে রয়টার্স খবরটি জানিয়েছে। তবে ঠিক কতজন বিচারপতিকে এ কাজে নিয়োজিত করা হবে এবং তাদের কখন ওই ১২ শহরে পাঠানো হবে তা এখনও ঠিক করা হয়নি। যে ১২টি শহরে বিচারপতিদের নিয়োজিত করার কথা ভাবা হচ্ছে সেগুলো হল : নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ অরলিন্স, সানফ্রান্সিসকো, বাল্টিমোর, ব্লুমিংটন, মিনেসোটা, এল পাসো, টেক্সাস, হারলিনজেন, টেক্সাস, ইমপেরিয়াল, ক্যালিফোর্নিয়া, ওমাহা, নেব্রাস্কা এবং আরিজোনার ফোয়েনিক্স। ওই দুই প্রশাসনিক কর্মকর্তা জানান, এসব এলাকায় অপরাধী অবৈধ অভিবাসীদের বসবাস হওয়ায় এ শহরগুলোকেই বেছে নেয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের নেয়া ধরপাকড় উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আটক কেন্দ্রগুলোয়ও বিচারকদের পাঠাচ্ছে বিচার বিভাগ। সোমবার থেকে সেখানে বিচারক মোতায়েন শুরু হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn