অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান বলেছেন,‘একটি গোষ্ঠী ইসলামের ভুল ব্যাখা দিয়ে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। কিন্তু বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের অপকর্ম নসাৎ করে নিচ্ছেন। এসব অপর্কমের কোন ছাড় দেয়া হবে না।’ তিনি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন,‘প্রবাসীরা প্রবাসে জীবন যাবন করলেই নাড়ীর টানে সুদুঢ় প্রবাস থেকে দেশে এসে শিক্ষার উন্নয়নের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।’
তিনি বলেন,‘বর্তমান সরকার  শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।  তিনি বলেন, দেশে এখন খাদ্যাভাব নেই, সরকার ইচ্ছা করলে বিদেশে চাল রপ্তানি করতে পারবে। পদ্মা সেতুর কাজ চলছে। আমাদের নেই বিদ্যুৎ এর অভাব। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। দেশ এখন মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে এখন উন্নয়নের মহোৎসব চলছে।’
তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন,‘তোমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা পরাধীন ছিলাম। তোমরা সুশিক্ষা অর্জনের মাধ্যমে উচ্চ শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে এমন প্রত্যাশা করি আমরা।’
শনিবার বিকেলে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১৭তম বৃত্তি বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাষ্টের সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এম.এ আহাদ, পৌর মেয়র আব্দুল মনাফ, ট্রাষ্টি সাজ্জাদ মিয়া, নুরুল হক লালা মিয়া, হরমুজ আলী, মল্লিক সাকুর ওদুদু, হাসনাত আহমদ চুন্নু, সৈয়দ আব্দুল কাসেম, আলী আক্কাস, এম, ইকবাল হোসেন, আবদাল মিয়া, ড. সানাওয়ার ইসলাম চৌধুরী, আলফাজুর রহমান জাকির,  প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শিক্ষক আমির হামজা, এম. এ ওয়াহিদ, আব্দুল হান্নান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন। এবছর প্রায় সাত শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৩০ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। এদিকে দুপুরে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী পৌর এলাকার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে একতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবনের ভিত্তিপ্রস্থর করেন। এ উপলক্ষে বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সালিক এম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn