যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ঝড়ে সৃষ্ট কাদামাটি ধসে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটিতে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে বৃহস্পতিবারও হতাহতদের সন্ধানে তল্লাশি চালায়। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হতাহতদের নাম ও পরিচয়ের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ এখনো কিছু বলেনি। তবে নিহতদের মধ্যে একাধিক শিশু আছে। ১৭ জন এখনো নিখোঁজ আছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৮ জন আহত হয়েছে। শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভারি বৃষ্টিপাত ও নদীর তীব্র ঢেউয়ের প্রভাবে মন্টেসিটোসহ একাধিক শহর কোমর সমান কাদামাটির স্রোতে তলিয়ে যায়। পাহাড়ি ঢলে এসব এলাকা কাদা পানিতে সয়লাব হয়ে যায়। ৫০ বাসিন্দাকে প্রাথমিক অবস্থায় আকাশপথে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজনকে সড়ক পথে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় কাদামাটির কারণে সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ কারণে আগামী ৪৮ ঘণ্টা এসব সড়কে যান চলবে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn