নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আপনি এই সুখ স্বপ্ন ভুলে যান। এই দেশটি ছোট হলেও সাড়ে ১৬ কোটি মানুষকে আপনি রেজিষ্ট্রেশনের ফিতায় বাঁধবেন- সেই সুখ স্বপ্ন কোনোদিন আপনাদের পুরণ হবে না।

শনিবার (০৪ মার্চ) সকালে পুরোনো পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘লিডারশিপ ওয়ার্কশপ’এর জন্য এই অনুষ্ঠানে আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।

বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আপনি বলেছেন, বিএনপি যদি না আসে রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যাবে। আরে রেজিষ্ট্রেশন কী? আপনারা যখন ’৭৯ সালে, ’৮৬ সালে নির্বাচনে গিয়েছিলেন, কোন রেজিষ্ট্রেশনের উপরে নির্বাচনে গিয়েছিলেন? রেজিষ্ট্রেশন হচ্ছে একটি রাজনৈতিক প্রতি জনগনের ইচ্ছা-অনিইচ্ছাটাই বড় রেজিষ্ট্রেশন।’

তিনি বলেন, ‘মঈনুদ্দিন-ফখরুদ্দিনরা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই রেজিষ্ট্রেশন প্রথা চালু করেছিলো। কারণ তাদের কাছে তাদের প্রভুরা যেভাবে বলেছেন, তোমাদের মাধ্যমে নির্বাচন হবে, সেখান আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, আওয়ামী লীগ অনেকদিন রাজত্ব করবে। বিএনপিকে এমনভাবে বাঁধো এবং রেজিষ্ট্রেশন দিয়ে এমনভাবে বাঁধো দিয়ে তারা যাতে তাদের পাতানো নির্বাচনে, প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করতে থাকে। আর আজীবন ক্ষমতার রাজ সিংহাসনে শেখ হাসিনা রাজত্ব করবে। আপনি এই সুখ স্বপ্ন ভুলে যান ওবায়দুল কাদের। এই দেশটি ছোট হলেও সাড়ে ১৬ কোটি মানুষকে আপনি রেজিষ্ট্রেশনের ফিতায় বাঁধবেন- সেই সুখ স্বপ্ন কোনোদিন আপনাদের পুরণ হবে না।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়তার সাথে বলতে চাই, নিরপেক্ষ সরকার হতে হবে, সেই নির্বাচনে জনগন অংশগ্রহণ করবে, সেই রকম নিরপেক্ষ সরকারের অধীনে নিশ্চয়ই বিএনপি নির্বাচনে যাবে।’

রিজভী বলেন, ‘আর আপনারা (আওয়ামী লীগ) যতই ভয় দেখান না কেনো, বাংলাদেশের মাটিতে যুবলীগ-ছাত্রলীগকে দিয়ে প্রশাসনের মধ্যে লোক ঢুকিয়ে ওই নির্বাচন করার আর পুনরাবৃত্তি সম্ভব হবে না!’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, যুব দলের নুরুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn