সুদীপ্তা চৌধুরী- সরস্বতী পূজা উপলক্ষে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ শাস্ত্রীয় সংগীতের প্রতিষ্ঠান সৌধ এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে দ্য ফেস্টিভ্যাল অব জয় অ্যান্ড হ্যাপিনেস। আগামী ২৭ জানুয়ারি সাউথ লন্ডনের উইম্বলডন লাইব্রেরির মার্টন আর্টস্পেসে অনুষ্ঠিতব্য এই আনন্দ উৎসবে বিভিন্ন বর্ণ, গোত্র ও সংস্কৃতির দর্শকেরা ছাড়াও উইম্বলডনের সাংসদ স্টিফেন হামন্দ ও স্থানীয় কাউন্সিলরদের যোগ দেওয়ার কথা রয়েছে।

জুলিয়া ভিটিলো

বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন প্রখ্যাত রবীন্দ্রশিল্পী ড. ইমতিয়াজ আহমেদ, কিবোর্ড শিল্পী ও কম্পোজার সুনীল যাদব, জাজ মিউজিক গ্রুপ ইয়াত্রা কোয়ার্টেটের সলো-ভায়োলিনবাদক এলিস বারন, কবি লেসলি লিসমুর, কবি মার্সিয়া মার্টিনস দ্য রসা, কবি ও চিত্রশিল্পী জুলিয়া ভিটিলো, কবি নির্বাণ আজিম, সংগীতশিল্পী আমল পোদ্দার, অনুজা প্রধান, শতরূপা ঘোষ, নৃত্যশিল্পী এশা চক্রবর্তী ও আশাবরি রশিদ। এ ছাড়া শিশুশিল্পী তানিশা চৌধুরী ও আনভিতা গুপ্তও সংগীত পরিবেশন করবে। দলীয় সংগীত পরিবেশন করবে আনন্দধারা আর্টসের শিল্পীরা।এলিস বারন
ভারতের বাইরে সর্বভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রদান দূত, সংগীত রিসার্চ একাডেমির স্বর্ণযুগের অন্যতম স্কলার চন্দ্রা চক্রবর্তীর তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এই সরস্বতী পূজা ইতিমধ্যেই লন্ডনের মূলধারার দর্শক ও গণমাধ্যমের বিপুল মনযোগ আকর্ষণ করেছে! বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত সাড়ে দশটা অবধি। সকলের জন্য উন্মুক্ত এই উৎসবের শেষে থাকবে নৈশভোজের ব্যবস্থা।আনন্দধারা আর্টসের শিল্পীরা
সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার বলেন, এ বছর উৎসব নিয়ে লন্ডনের দর্শকদের মাঝে আশাতীত সাড়া আমরা লক্ষ্য করছি। পাশাপাশি ক্রয়ডন, টুটিং, কিংস্টনে এত এত পূজা হওয়ার পরও শিল্প-সংগীত নিয়ে সৌধের একটা ব্রান্ড ইমেজের কারণেই বোধকরি দর্শকেরা এই অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন। সৌধের অন্যান্য অনুষ্ঠানগুলোতে যেমন হয়, সর্ব ভারতীয় দর্শকদের পাশাপাশি এতেও উপস্থিত থাকবেন প্রচুর অভারতীয় দর্শকও। তিনি আরও বলেন, সৌধ মনোনীত শিল্পীদের ভক্তিরস ছড়ানো অপূর্ব সংগীত পরিবেশনা, প্রথিতযশা ও নানাভাষী কবিদের অতলস্পর্শী কবিতা, বর্ণাঢ্য নৃত্য এবং এর ওপর তো আছে সুস্বাদু কারী। একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য আর কী চাই। অনুষ্ঠানে বিনা মূল্যে বুকিং দেওয়ার লিংক:

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn