শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের খেউরালা গ্রামে বাড়ির পাশ দিয়ে হাসঁ নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত অপর আরো ১ জন আহত হয়েছেন। নিহতের নাম নিকন দাস (১৭) । সে খেউরালা গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে এবং আহত ব্যক্তি একই গ্রামের মৃত হরেকৃষ্ণ দাসের ছেলে নরেন্দ্র দাস। নিহত যুবক পার্শ্ববর্তী বলরামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র। সোমবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়  পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার সময় নিহতের বড়ভাই অতিন্দ্র দাস হাসঁ নিয়ে পার্শ্ববর্তী মোহানন্দ দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পূর্ববিরোধের জেরে মোহানন্দ দাস ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় বড়ভাই অতিন্দ্র দাসের উপর হামলার খবর শুনে ছোটভাই স্কুল ছাত্র নিকন দাস এগিয়ে আসলে তাকে দাড়াঁলো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে বেদড়ক পিঠিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টায় রাস্তায় সে মারা যায়। এ ব্যপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,হাসেঁর খামারে হাসঁ বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এমন ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুশিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn