তন্দ্রা রয় (ফেসবুক থেকে)

কিছু মানুষ মিথ্যা বলা, কষ্ট দেয়া, অপমান করাটাকে শিল্পের পর্যায় নিয়ে ঠেঁকিয়েছে। নিঁখুত চলনে বলনের মতই নিঁখুত তারা প্রতারনায়ও। ভয়ানক সুন্দর তাদের এই মিথ্যা বলার ক্ষমতা। মুগ্ধ হতে হয়।  যে আপন জগৎ আপন মানুষকে আমারা চিনি জানি আজন্ম তাদের সম্পর্কেও সন্দেহ জাগে মনে । ভাবি এতো মিথ্যে বলতে পারে মানুষ???? আমরা যারা সাধারন মাপের মানুষ মস্তিষ্কের চাইতে হৃদয় দ্বারা বেশি প্রভাবিত আবেগী তারাই এদের শিকার।  আগে শুনতাম মানুষ পশু শিকার করে। পাখি শিকার করে। আজকাল শুনি মানুষ মানুষ শিকার করে।  নিপুন তীরন্দাজ। নিখুঁত নিশানায় লক্ষভেদ করে।  আর আমরা বোকারাম বুক পেতে নেই সেই বিষমাখা তীর। হায়রে তীরন্দাজ । কিছুই করার থাকে না যখন টের পাই সেই বিষমাখা তীরের স্পর্শ।  অমোঘ নিয়তির মতো তখন কেবল মৃত্যুর প্রতিক্ষা। আমার করুনা জাগে এইসব তীরন্দাজদের জন্য, যারা ভাবে জয়টা তাদের। সাময়িক ভাবে হয়তো তারা সুখবোধ করে। আনন্দও । কিন্তু তারপর? সততার কি সুখ তা যে পায় সে জানে। কথায় আছে সবথেকে বড় শিকারিও নাকি শিকার বনে যায় কখনও কখনও। সময় বড় নিষ্ঠুর ক্ষমা করে না কাউকে। তবুও মানুষ আশায় বাঁচে।  স্বপ্ন দেখে। ভালোবাসে।কেবল একটাই স্বপ্ন সবার জন্য শিকার না হওয়া না করা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn