ছাতক :: পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় সদস্য, ছাতক-দোয়ারাবাজারের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক-দোয়ারায় সহ সারা দেশের শিক্ষা ক্ষেত্রে অভুতপূর্ব পরিবর্তনে এখানের শিক্ষকদের রয়েছে অসামান্য অবদান। উচ্চ শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতষ্ঠা করা হবে। প্রয়োজনের তাগিদেই এখানে আরো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গ্রড়ে তোলা হবে। শনিবার ছাতক উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রয়াত, অবসরপ্রাপ্ত ও বদলীজনিত শিক্ষকদের সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক শিক্ষকদের সকল অভাব-অভিযোগ তিনি জাতীয় সংসদে উত্থাপন করার কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত এদেশের ৩৭ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক যোগে সরকারীকরন করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত না রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করার চিন্তা করছেন। দেশের দ্রব্যমুল্যের সাথে তাল মিলিয়ে সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে উল্লেখ করে বলেন, বোরো ফসলহারা এ দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে লক্ষ লক্ষ মে.টন চাল বিদেশ থেকে আমদানী করেছে সরকার। এতে বিপর্যয় মুহুর্তে শক্ত হাতে দেশের হাল ধরতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে তিনি শিক্ষক সমিতির জন্য একটি অফিস ভবন বরাদ্ধ দেয়ার জন্য তাদেরেকে আশ্বস্থ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ছাতক মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, এড. আশিক আলী। বক্তব্য রাখেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক ফায়জুল ইসলামের পুত্র ফয়ছল আহমদ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন দাস, বদলীকৃত শিক্ষক আব্দুল হাফিজ, ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ও মনিরগাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, সমিতির সহ সভাপতি ও আজমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কান্তি দাসগুপ্ত প্রমুখ। এসময় হাজি কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম কামাল, ছাতক মডেল হাইস্কুলের সহকারি সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনাফর আলী, শিক্ষক আবুল খায়ের, শিক্ষক আবুল বশরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn