নিজেদের মধ্যে সম্পর্ক আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে রাশিয়া ও চীন। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, চীনে বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মিটিং হয়। এতে তারা সম্পর্ককে আরো মজবুত করার কথা বলেছেন। আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মধ্যে এই ঐকমত বলে বর্ণনা করেছে মস্কো। যেসব ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতিতে সহযোগিতা গড়ে তোলা, বৈশ্বিক ইস্যুগুলোতে একসুরে কথা বলা। বুধবার চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইয়ে বৈঠকে মিলিত হন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।  

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn