সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টা ২৫ এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিল্পমন্ত্রী আমির হোসের আমু, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রীকে সোমবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইসতানা’য়। পরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন শেখ হাসিনা। চারদিনের সফর শেষে ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn