নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনার শনিবার অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এ সেমিনারে অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সেমিনারে নিজের বক্তব্যের এক পর্যায়ে সিলেটের প্রবাসীদের বিষয়টি উল্লেখ করেন তিনি। আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, ‘সিলেট হল দেশের মধ্য অন্যতম প্রবাসী অধ্যুষিত এলাকা। কিন্তু এই আইনে প্রবাসীদের ২য় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কয়েক বছরের মধ্যে প্রবাসীরা তাদের নাগরিকত্ব হারিয়ে বসবে। ভুলে গেলে চলবে না যে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীরা অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। তাদের অবহেলা করে কোন আইন জনগণ মেনে নেবে না। যে জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন করতে পারে, সে জাতিকে কালো আইন দিয়ে দমিয়ে রাখা যাবে না। জনগণ এই কালো আইনের বিরুদ্ধে গর্জে উঠবেই।’

সেমিনারে তিনি আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, ‘প্রণীত নাগরিকত্ব আইন-২০১৬ একটি কালো আইন। এই আইন দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। সমস্যা সমাধানের জন্যই আইনের সৃষ্টি হলেও এই নাগরিকত্ব আইন নতুন করে নানা সমস্যার সৃষ্টি করবে। জনগণ সরকারের প্রহসনের ভোটারবিহীন নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণের উপর প্রতিশোধ নিতেই এমন নাগরিক কালো আইন করা হচ্ছে। জনমত যাচাই না করে এমন আইন প্রণয়ন জনগণ কখনোই মেনে নেবে না। এই জংলী আইনের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, এই স্বৈরাচারী সরকারকে আহ্বান জানালে কোন লাভ হবে না। জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমেই এই আইন বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে।’ শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn