সিলেট:: সিলেটকে বলা হয় ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’। আর এ জন্য নগরীর বেশকিছু ভবন কয়েকবছর আগ থেকেই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রেখেছে। শনিবার নগরীতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় আবারো আলোচনায় এসেছে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে। এদিকে আজ শনিবার বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের আগাম এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক পরবর্তীতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে আজ কিছুক্ষণ পরপর ভূমিকম্প হয়েছে। সেটিকে আমরা এলারমিং হিসেবে নিয়েছি। এছাড়া তিনি বলেন, আমরা একটি টিম গঠন করেছি। ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে ওই টিম আগামিকাল রবিবার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করা হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো করা হবে। এসময় মেয়র আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলো চিহ্নিত করা হবে। অভিযানে মেয়র আরিফ নিজেও উপস্থিত থাকবেন বলে জানান।  

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn