সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার জব্বারপুর, নোওয়াটি ও আটগাওঁ গ্রামে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসআইইউ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সমন্বয় গঠিত একটি টিম ত্রাণ বিতরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ দূর্যোগ ক্ষতিগ্রস্থ লোকদেরকে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান জনাব শামীম আহমদের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আলো, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক প্রণব কুমার সাহা ও সেকশন অফিসার সুবিনয় আচার্য্য।  শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সামিয়া হাসান, উম্মে জান্নাত, রাকিব, সিফাত, লোকমান, মিজানুর, হাবিব, জাহাঙ্গীর, জাবেদ ও আদনান সহ প্রমুখ।  উল্লেখ্য যে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn