শনিবার শাল্লায় দিনব্যাপি ব্যস্ত সময় কাটিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ সকল স্তরের নাগরিকদের উপস্থিতিতে উপজেলার উন্নয়ন ও সম্ভবনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।জেলা প্রশাসক বলেন, ‘জনগণের টাকা নিয়ে জনগণের কাজ না করে টাকা উপার্জন করা হারাম। হারাম উপার্জন কোন কাজে লাগে না। সেবার মনোভাব নিয়ে প্রশাসকের সকল কর্মকর্ত ও কর্মচারিকে কাজ করতে হবে। আমাদেরকে জনবান্ধব হতে হবে। জনগণের সুযোগ সুবিধার প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখতে হবে। এলাকার উন্নয়ন ও সম্ভবনাকে কাজে লাগাতে হবে। ’উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যন গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাশ, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম,
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, সাংবাদিক পিসি দাশ পীযুশ, ৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।
জেলা প্রশাসক এর পূর্বে শাল্লা থানা, ডিগ্রি কলেজ, সাহেদ আলী উচ্চ বিদ্যালয়, ঘুঙ্গিয়ারগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন এবং বাহাড়া ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। এছাড়াও শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারের প্রতিবন্ধি শিশু নিকলেশকে প্রতিবন্ধি ভাতার বই তুলে দেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn