রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- আলাউদ্দিন আলী (৩৫), নয়ন মোল্লা (২৮), খোকন ঢালি (৩০), আলতাফ হোসেন (৩৮) ও কাউছার মন্ডল (২৫)।  বৃহস্পতিবার গাজীপুরের চৌরাস্তা থেকে ডিবি পরিচয় দিয়ে অপহরণকারী চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফকার করে র‌্যাব-২ এর সদস্যরা। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, তিনটি ডিবি ব্যবহৃত জ্যাকেট, একটি ওয়াকিটকি ও একটি গাড়ি উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, চক্রটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী ও বড় দোকানের মালিকদের ডিবি পরিচয় দিয়ে অপহরণ করতো।  শুক্রবার দুপুরে কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা ঢাকা ও এর আশপাশের জেলায় ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ, ছিনতাই এবং অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn