আর ছয় মাস পরই রাশিয়া বিশ্বকাপের বাদ্য বেজে উঠবে। লাখ লাখ ফুটবলভক্ত রাশিয়া ভ্রমণ করবেন বিশ্বকাপ চলাকালীন। এত বিশাল সংখ্যক সমর্থককূলের জন্য ভিসা অনুমোদন করা কঠিন কাজই। রাশিয়ান কর্তৃপক্ষ এই ঝামেলা এড়ানোর জন্য এক সুন্দর সিদ্ধান্তই নিল। বিশ্বকাপের দর্শকদের জন্য কোনো ভিসাই লাগবে না। বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে রাশিয়ায় যেতে পারবেন দর্শকরা। থাকতে পারবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। এরপরই অবশ্য বিদায় নিতে হবে রাশিয়া থেকে। এক বিজ্ঞপ্তিতে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের সময়কালীন ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন দর্শকরা। অবশ্য তাদেরকে সঙ্গে রাখতে হবে দর্শক-কার্ড। বিশ্বকাপের টিকিট তো লাগবেই। রাশিয়ান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশিই হবেন ফুটবল সমর্থকরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn