২৭ ফেব্রুয়ারি সোমবার ‘দুই প্রস্তুতি বিএনপিতে’ শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ সম্পর্কে বলেন, আশা করি আগামী নির্বাচন হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। তিনি বলেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন আর এদেশে কখনো আসবে না। অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমেই এদেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যেই বিএনপি সংলাপ ও সমঝোতার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব দেবে।










