১৮ উপজেলায় ভোটযুদ্ধ সোমবার
- সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
- / ৩২৬ ভিউ
সোমবার দলীয়ভাবে প্রথমবার ১৮ উপজেলা পরিষদে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে। শনিবার রাতেই শেষ হবে সব ধরনের প্রচার। একই সঙ্গে রবিবার থেকে বন্ধ হচ্ছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। শেষ মুহূর্তেও কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে নতুন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন একাধিক প্রার্থী। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ। ভোটের দিন এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে ইসি। শনিবার রাত ১২টা থেকে নির্বাচনের পরবর্তী ৬৪ ঘন্টা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার- নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। কেউ এই আইন ভঙ্গ করলে কারাদণ্ড ও আর্থিক জরিমানা বিধান রয়েছে।
উল্লেখ্য, সোমবার সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুরে সাধারণ নির্বাচন এবং কুড়িগ্রামের সদর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লা আদর্শ সদর, নাটোরের বড়াইগ্রাম, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে, কুমিল্লার সদর দক্ষিণ ও পাবনার ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যান, কুমিল্লার চৌদ্দগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।















