০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির আতাউর

রিপোর্টার
  • সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / ১০২৪ ভিউ
নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর থেকে :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী আতাউর রহমান। ৮৭টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে তিনি এগিয়ে রয়েছেন। ৮৭টি কেন্দ্রের মধ্যে বিএনপির আতাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৩টি ভোট।জগন্নাথপুর উপজেলা একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে জয়ী আওয়ামী লীগের বিজন

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজন কুমার দেব (নৌকা প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। মোট ২০২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন বিজন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সুহেল আহমদ খান টুনু (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১৫৩৩৮ ভোট। এছাড়া কামাল উদ্দিন (তালা প্রতীক) পেয়েছেন ১১৬৭০ ভোট, সৈয়দ ছালিম আহমদ কাছিম (খেজুর গাছ প্রতীক) পেয়েছেন ১৭৭৫০ ভোট, ফয়জুল হক (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪৯৯৫ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।

 মহিলা ভাইস চেয়ারম্যান হলেন বিএনপির ফারজানা

 জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ২৮১৪৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ফারজানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজেরা বারী (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩৮৩০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৬২৪৬ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জগন্নাথপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির আতাউর

সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর থেকে :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী আতাউর রহমান। ৮৭টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে তিনি এগিয়ে রয়েছেন। ৮৭টি কেন্দ্রের মধ্যে বিএনপির আতাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৩টি ভোট।জগন্নাথপুর উপজেলা একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে জয়ী আওয়ামী লীগের বিজন

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজন কুমার দেব (নৌকা প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। মোট ২০২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন বিজন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সুহেল আহমদ খান টুনু (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১৫৩৩৮ ভোট। এছাড়া কামাল উদ্দিন (তালা প্রতীক) পেয়েছেন ১১৬৭০ ভোট, সৈয়দ ছালিম আহমদ কাছিম (খেজুর গাছ প্রতীক) পেয়েছেন ১৭৭৫০ ভোট, ফয়জুল হক (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪৯৯৫ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।

 মহিলা ভাইস চেয়ারম্যান হলেন বিএনপির ফারজানা

 জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ২৮১৪৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ফারজানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজেরা বারী (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩৮৩০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৬২৪৬ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।