আওয়ামী লীগ ব্যবসা-বাণিজ্য নয়, মানুষের সেবা করতে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ ফেব্রুয়ারি রোববার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের বদল হয়। দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকে। আর বিএনপি-জামায়াত শুধু নিজেদের উন্নয়ন করে, মানুষকে পুড়িয়ে মারে।’   দেশের মাটিতে সন্ত্রাসবাদের ঠাঁই নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কাজে আসেনি। আমরা জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি।’ সে সময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn