দোয়ারাবাজার  :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাটি ভরাট কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক। রবিবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ভরাট কাজের উদ্বোধনকালে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও উন্নয়নকাজ থেমে থাকেনি। ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। নিচু ভূমি হওয়ায় শরীফপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বর্ষাকালে জলাবদ্ধতায় ভূগছেন। মাটি ভরাটের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।’

এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হামিদ, বরুন চন্দ্র রায়, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মইনুল ইসলাম, রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডআওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা জহির মিয়া, বকুল মিয়া, ফিরোজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা আইনুদ্দীন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn