বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলায় ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেছেন এমপি মুহিবুর রহমান মানিক।  ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলেন তিনি।  উপজেলার দেখার হাওর, নলোয়ার হাওর, সদর ইউনিয়নের নৈনগাঁওয়ের নউলালার হাওর, বড়হাওর, জঙ্গমারা, বন্দেহরি, বাগাম, নোয়া     হাওর, সুরমা ইউনিয়নের কনছ খাই, কাকি আইল, সহ পানির নিছে তলিয়ে যাওয়া বিভিন্ন হাওর ঘুরে দেখেন তিনি।  এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার প্রশান্ত কুমার বিশ্বাস,  উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, দোহালীয়া ইউনিয়নের চেয়ারম্যান আনুয়ার মিয়া আনু, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমদ, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুরুদ্দিন আহমদ, বোগলা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, মিরাশ আলী , ছালিক মিয়া, তাজুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn