সুপ্রীম কোটের বতর্মান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে রাজাকার বলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। বুধবার  ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকীর  আদালতে  ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট  মো.আরফানুদ্দিন খান বাদী হয়ে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় এ মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য রেখেছেন। মামলার আর্জি থেকে জানা গেছে, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনীতা চৌধুরীর সঞ্চালনায় টকশো ‘রাজকাহন’ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলেন সাবেক বিচারপতি মানিক। ওই অনুষ্ঠানে মানিক বলেন, ‘আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সালে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য, স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’ বর্তমান প্রধান বিচারপতি সম্পর্কে সাবেক বিচারপতির এমন মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে  আইনজীবী মামলাটি করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn