বইমেলায় বিদায়ের সুর। বাঙালির প্রাণের এ মেলা শেষ হচ্ছে কাল। তাই কেউ আর দেরি করছেন না পছন্দের বইটি সংগ্রহ করতে। সবার হাতে হাতে বই। স্টলে বইপ্রেমিকদের ভিড়। বই কিনে সবাই হাসিমুখে বাড়ি ফিরেছেন। ভিড় ঠেলে, স্টলের সামনে দীর্ঘসময় অপেক্ষা করে বই সংগ্রহ করেছেন সবাই। মা-বাবা ছেলেমেয়েদের নিয়ে ঘুরে ঘুরে কিনেছেন বই। কেউ কেউ ছবি তুলছেন মেলায় আসা প্রিয় লেখকের সঙ্গে, নিচ্ছেন অটোগ্রাফ। ছবি তুলছেন ভাষা শহীদদের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে। বন্ধুদের নিয়ে সারাদিন ধরে মেলা প্রাঙ্গণ ঘুরে আড্ডা দিয়ে কাটালেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকাশকরাও শেষবারের মত নতুন প্রকাশনা আর শেষ হয়ে যাওয়া বইয়ের নতুন মুদ্রণ নিয়ে দৌড়-ঝাপ দিচ্ছেন।

২৭ ফেব্রুয়ারি সোমবার ‘বইমেলায় বিদায়ের সুর’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক।

এদিকে, শেষ বেলায় বাংলা একাডেমি মেলার সময়সীমা বাড়িয়েছে, সকাল এগারোটায় খুলবে মেলার দ্বার। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মেলায় এক অনুষ্ঠানে সকাল থেকে মেলা শুরুর ঘোষণা দেন। পরে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের কাছে মেলার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn