সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি প্রচার করায় মৌলভীবাজারে এক বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রনি যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। উজ্জ্বল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ভাই। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রনি ও মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।প্রায় ২ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গববন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণের পরেরদিন গত ১১ মে নিজের ফেসবুক টাইমলাইনে বঙ্গবন্ধুর বিকৃত ছবি শেয়ার করেন নুরুজ্জামান। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গত ৪ জুন মামলা করেন আসাদুজ্জামান রনি। মডেল থানায় মামলা নাম্বার- ০৩। মামলায় উজ্জ্বল ছাড়াও  অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গববন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ হওয়ার পর মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ছোট ভাই লন্ডন প্রবাসী নুরুজ্জামান উজ্জ্বল তার  ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে একটি পোস্ট দেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা মেনে নিতে পারিনি। প্রবাস থেকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার সামিল। তার এহেন কর্মকাণ্ডে প্রবাসী ভাই-স্বজনরাও বিব্রত। তাই মামলা করেছি। মৌলভীবাজার মডেল থানার তদন্ত ওসি মো. নজরুল ইসলাম  মামলার বিষয়টি নিশ্চিত করেন। জানতে চাইলে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ফেসবুকে পোস্ট প্রকাশ হয়েছে স্বীকার করে বলেন, বিষয়টি দুঃখজনক। ফেসবুকে পোস্ট হওয়ার সাথে সাথেই আমার ছোট ভাই তা মুছে দিয়ে ক্ষমা চেয়েছে। কেউ ভুল করলে তার ভুলের সংশোধনের সুযোগ করে দেওয়া উচিত।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn