০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুটিং করতে গিয়ে ভূতের কবলে
রিপোর্টার
- সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
- / ৭৮ ভিউ
পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর হান্টেড হাউস মালয়েশিয়ার ৯৯ ডোর ম্যানশনে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নায়ক শামস হাসান কাদির। ধারণা করা হচ্ছে, ভূতের কবলে পড়েছেন তিনি। মিজানুর রহমান লাবু পরিচালিত হরর থ্রিলার ‘৯৯ ম্যানশন’-এর একটা দৃশ্যে অভিনয়কালে প্যারানরমাল এক্টিভিটির শিকার হন এ নায়ক।
এ বিষয়ে শামস বলেন, ‘২৭ তারিখ দিবাগত রাতে শট দেওয়ার সময় হঠৎ পেছন থেকে আঘাত পাই এবং আমার ঘাড়ের এক পাশে পুড়ে যায়। কোন জায়গা থেকে আঘাতটি এসেছে জানা যায়নি।’
ভয়াল এ ঘটনার পর শামসের শুটিং স্থগিত রাখা হয়েছে। আপাতত বিশ্রাম নিচ্ছেন তিনি। দুই-তিনদিনের মধ্যে তিনি আবারো ইউনিটে যোগ দেবেন।

‘৯৯ ম্যানশন’-এ আরো অভিনয় করছেন সানজানা মিতু, অনিক আহমেদ রানা, কাজী নওশাবা আহমেদ ও শিমুল খান। আন্তর্জাতিক মান বজায় রাখতে চলচ্চিত্রের মালয়েশিয়ার অংশের টেকনিক্যাল টিম নেওয়া হয়েছে ভারত থেকে।
নির্মাতা জানান, চলতি বছরই মুক্তি পাবে ‘৯৯ ম্যানশন’। বাংলাদেশ ও মালয়েশিয়াসহ একাধিক দেশে সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে।













