০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেলফিতে ভুবন মাঝি

রিপোর্টার
  • সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / ১১ ভিউ
ঢাকায় পৌঁছে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে দেরি করলেন না কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধায়। ক্যাপশনে লিখলেন, ‘ইন ঢাকা এগেইন, ভুবন মাঝি কলিং’। সেলফিতে তার সঙ্গে ছিলেন ঢাকার অভিনেত্র্রী অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজান ও কলকাতার গায়ক কালিকাপ্রসাদ। শেষবার ‘ভুবন মাঝি’র চিত্রায়নে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পরম। এবার এলেন সিনেমাটির প্রচারণায়। বুধবার সকালে পরম ঢাকায় পা রাখেন। সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ভুবন মাঝি’র প্রিমিয়ার শো’তে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া প্রচারণামূলক কয়েকটি ইভেন্টে দেখা যাবে তাকে। সরকারি অনুদানে ‘ভুবন মাঝি’ পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। মুক্তি পাবে ৩ মার্চ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেলফিতে ভুবন মাঝি

সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
ঢাকায় পৌঁছে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে দেরি করলেন না কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধায়। ক্যাপশনে লিখলেন, ‘ইন ঢাকা এগেইন, ভুবন মাঝি কলিং’। সেলফিতে তার সঙ্গে ছিলেন ঢাকার অভিনেত্র্রী অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজান ও কলকাতার গায়ক কালিকাপ্রসাদ। শেষবার ‘ভুবন মাঝি’র চিত্রায়নে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পরম। এবার এলেন সিনেমাটির প্রচারণায়। বুধবার সকালে পরম ঢাকায় পা রাখেন। সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ভুবন মাঝি’র প্রিমিয়ার শো’তে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া প্রচারণামূলক কয়েকটি ইভেন্টে দেখা যাবে তাকে। সরকারি অনুদানে ‘ভুবন মাঝি’ পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। মুক্তি পাবে ৩ মার্চ।