সংঘর্ষের খবর পেয়ে এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সংঘর্ষ থামানোর করার চেষ্টা করলে উভয় পক্ষের ঢিলের আঘাতে থানার এস আই আনোয়ার হোসেন (৩৪), এস আই কায়েমুল ইসলাম (৩৫), এস আই অভিজিত সিংহা (৩৩) আহত হন।
সংঘর্ষে উভয় পক্ষের নুর মিয়া (৫৫), সুজেল মিয়া (১৭), মুক্তি মিয়া (৪৫), তাজ উল্ল্যা (৬৫) দুলভী বেগম (৫০), দিলোয়ার হোসেন (৩৪), আঙ্গুর হোসেন (৩৫), তাজিম উদ্দিন (২৫), বাহারুল ইসলাম (৩৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: মুরসালিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হলেও দাঙ্গার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।














